নিজস্ব প্রতিবেদক
নিরাপত্তাজনিত কারণে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে সরকারি বাসভবনেই অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, নিরাপত্তার স্বার্থে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী তারা বর্তমানে সরকারি বাসায় অবস্থান করছেন। তিনি বলেন, পদত্যাগের পর সর্বোচ্চ দুই মাস পর্যন্ত গ্রেস পিরিয়ডে সরকারি বাসভবনে থাকার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই।
এর আগে ‘সরকারি বাসভবন ছাড়েননি পদত্যাগী দুই উপদেষ্টা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের এক সপ্তাহ পেরিয়ে গেলেও তারা সরকারি বাসভবন ছাড়েননি। এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছেও নির্দিষ্ট কোনো তথ্য নেই।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিকেল ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তখন প্রেস উইং জানায়, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগ কার্যকর হবে।
পরদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। পরে সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে তাদের পদত্যাগ কার্যকর হয়।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের দিন থেকেই দায়িত্ব পালন শুরু করেন। তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন।