গুলশানে হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার
রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামের এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে।
রোববার (৩১ আগস্ট) রাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৭ আগস্ট ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের মাধ্যমে জ্যাকসন হোটেল ওয়েস্টিনে একটি কক্ষ ভাড়া নেন। তবে গত দুই দিন ধরে তিনি কোনো খাবার অর্ডার না করায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি দূতাবাস ও পুলিশকে অবহিত করে।
দূতাবাসের মেডিকেল টিম ও পুলিশের একটি দল হোটেল কক্ষে গিয়ে দেখেন, জ্যাকসন বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন।
ওসি হাফিজুর রহমান বলেন, “প্রাথমিকভাবে তার মৃত্যু স্বাভাবিক প্রতীয়মান হয়েছে। দূতাবাস কর্তৃপক্ষ আমাদের কাছে লিখিত আবেদন করে মরদেহটি নিয়ে গেছে।”
তিনি আরও জানান, জ্যাকসন ব্যবসায়িক কাজে বাংলাদেশে এসেছিলেন।