ঘাটাইলে দাফনের ৩৭ দিন পর লাশ উত্তোলন
সাগর আহমেদ, টাঙ্গাইল
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দাফনের ৩৭ দিন পর বাবাকে খুনের মামলায় ছেলের স্বীকারোক্তির ভিত্তিতে লাশ উত্তোলন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে লাশটি তোলা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।
গত ২২ আগস্ট রাশিদুল খান সুমন (৪৫) নিজ ছেলে জামিল খান জিসানের (২৫) হাতে খুন হন। নিহত সুমন ধলাপাড়া বাজারের ড্রাগস অ্যান্ড কেমিস্ট সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বাবা–মায়ের বিচ্ছেদ কোনোভাবেই মেনে নিতে পারছিল না কলেজপড়ুয়া জিসান। সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা ব্যর্থ হওয়ায় তার সঙ্গে বাবার বিরোধ বাড়তে থাকে। পরে বাবাকে হত্যার পরিকল্পনা করে জিসান। ঘটনার দিন তিনি বাবাকে অতিরিক্ত ঘুমের ওষুধ খাইয়ে মৃত্যু নিশ্চিত করেন।
এ ঘটনায় নিহতের বাবা, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক খান (৮২), ঘাটাইল থানায় হত্যা মামলা করেন। এরপর থেকে জিসান কারাগারে রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান বলেন, “এটি একটি হত্যা মামলা। আসামি নিজেই স্বীকার করেছে। থানা পুলিশের আবেদনের ভিত্তিতে আদালতের অনুমতিতে লাশ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
লাশ উত্তোলনের সময় কবরস্থানে শত শত মানুষ ভিড় করেন। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকের মতে, পারিবারিক কলহ থেকে এমন মর্মান্তিক ঘটনা সমাজের জন্য একটি বড় সতর্কবার্তা।