পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর কোপে শ্বশুর নিহত
পাবনা প্রতিনিধ :
পাবনার সাঁথিয়ায় মানসিক রোগে আক্রান্ত পুত্রবধূর ধারালো অস্ত্রের কোপে মোজাম হোসেন (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পৌর সদরের কলেজপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ও অভিযুক্তের পরিচয়
নিহত মোজাম হোসেনের গ্রামের বাড়ি উপজেলার নাড়িয়া গদাই গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে পৌর সদরের কলেজপাড়ায় বসবাস করছিলেন। তার ছেলে মিঠুর স্ত্রী রুমি খাতুন পাঁচ বছর আগে এ পরিবারে যোগ দেন। পরিবারের সদস্যদের দাবি, বিয়ের পর থেকেই রুমি মানসিক রোগে ভুগছিলেন এবং ঢাকার এক বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তার চিকিৎসা চলছিল।
ঘটনার বর্ণনা
রবিবার রাতে হঠাৎ রুমির মানসিক সমস্যা দেখা দিলে তিনি হাতের কাছে থাকা ধারালো বটি দিয়ে পাশে থাকা শ্বশুর মোজামের পেটে ও পিঠে আঘাত করেন। এতে মোজাম গুরুতর জখম হন। পরে রুমিও নিজেকে আঘাত করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
গুরুতর আহত অবস্থায় মোজামকে প্রথমে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোমবার ভোররাতে তার মৃত্যু হয়।
পুলিশের অবস্থান
সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযুক্ত রুমি খাতুন বর্তমানে পলাতক রয়েছেন এবং তাকে আটকের চেষ্টা চলছে।