মোহনপুরে জনবান্ধব পুলিশিং,ওসি আতাউরের উদ্যোগে পরিবর্তনের বার্তা
মোঃরাজিব খাঁন ( রাজশাহী )
রাজশাহীর মোহনপুর থানায় দায়িত্ব নেয়ার পর থেকে অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক কর্মকাণ্ডে দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। সূত্র জানায়, নিয়মিত অভিযান ও কঠোর তদারকির কারণে এলাকাজুড়ে চুরি, ডাকাতি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
তথ্য বলছে, গত কয়েক মাসে মোহনপুর থানার আওতাধীন এলাকায় অপরাধের পরিসংখ্যান নিম্নমুখী। মাদকবিরোধী অভিযানে একাধিক চক্র ভেঙে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে—এই ধারাবাহিকতা কতটা স্থায়ী হবে এবং অন্য থানা এলাকায় এ ধরনের মডেল কার্যকর করা সম্ভব কি না।
থানা এখন শুধু আইন প্রয়োগের জায়গা নয়, সাধারণ মানুষের আস্থার কেন্দ্রে পরিণত হয়েছে। অভিযোগ দায়েরের প্রক্রিয়া সহজীকরণ, দ্রুত প্রতিকার এবং নারী-শিশুদের জন্য বিশেষ সেবা চালু করায় ভুক্তভোগীরা বলছেন, তারা আগের চেয়ে অনেক বেশি সহযোগিতা পাচ্ছেন। একাধিক স্থানীয় ব্যক্তি অভিযোগপ্রক্রিয়া ও সেবাদানের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের কথা জানিয়েছেন।
সামাজিক ও উন্নয়নমূলক কাজ
আইন-শৃঙ্খলার পাশাপাশি ওসি আতাউর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও যুক্ত আছেন। শিক্ষার্থীদের জন্য সচেতনতা কর্মসূচি, মাদকবিরোধী প্রচারণা, কিশোর অপরাধ প্রতিরোধ ও সড়ক নিরাপত্তা বিষয়ক ক্যাম্পেইনে তাকে সরাসরি অংশ নিতে দেখা গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগগুলো শুধু পুলিশের ভাবমূর্তি নয়, সামাজিক সম্প্রীতিও জোরদার করছে।
জনগণের আস্থা অর্জন
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, “ওসি আতাউর শুধু পুলিশ কর্মকর্তা নন, তিনি প্রকৃত অর্থে জনসেবক।” তার নেতৃত্বে মোহনপুর থানা ধীরে ধীরে “জনগণের থানায়” রূপ নিচ্ছে। তবে পর্যবেক্ষকদের প্রশ্ন—এটি কি একজন কর্মকর্তার ব্যক্তিগত উদ্যোগেই সীমাবদ্ধ থাকবে, নাকি দীর্ঘমেয়াদে টেকসই কাঠামো হিসেবে দাঁড়াবে?