খুলনায় রৌদ্রছায়া ফাউন্ডেশনের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
মদিনা মনোয়ারা, এন্ট্রাপ্রেনার করেসপন্ডেন্ট
খুলনায় উদ্যোক্তাদের দক্ষতা ও স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে “রৌদ্রছায়া ফাউন্ডেশন” এর উদ্যোগে শুরু হয়েছে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি। গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার, ম্যাক্রম প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু।
তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন—“উদ্যোক্তাদের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। রৌদ্রছায়া ফাউন্ডেশন সবসময় তাদের পাশে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মীর মোহাম্মদ কবীর হোসেন। তিনি জানান, প্রথম পর্যায়ে ২০ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে এই কর্মসূচি শুরু হলেও ধারাবাহিকভাবে আরও প্রশিক্ষণ আয়োজন করা হবে।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সমন্বয়কারী ফারজানা নাহার। তিনি উদ্যোক্তা তৈরিতে এ ধরনের প্রশিক্ষণকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে অভিহিত করেন।