অনলাইন ডেস্ক
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

মেঘনা ব্যাংকে নতুন নেতৃত্ব: অভিজ্ঞ ব্যাংকার ছাদেকুর রহমান এএমডি পদে পদোন্নত


 নিজস্ব প্রতিবেদন 

মেঘনা ব্যাংক পিএলসির শীর্ষ ব্যবস্থাপনায় পুনর্গঠন চলছে—তথ্য বলছে, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ছাদেকুর রহমানকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে উন্নীত করা হয়েছে। গত বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।


সূত্র জানায়, ২৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যাংকার ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল ও এসএমই ব্যাংকিং, ট্রেজারি, ক্রেডিট, বৈদেশিক মুদ্রা, এএলএম, ট্রেজারি রিস্ক ম্যানেজমেন্ট, ক্যাপিটাল মার্কেট অপারেশনস এবং ইসলামী ব্যাংকিং—ব্যাংকিং খাতের প্রায় সব গুরুত্বপূর্ণ শাখায় দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

তার অভিজ্ঞতা ও বিশ্লেষণ ক্ষমতা মেঘনা ব্যাংককে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করছি।
– এক সিনিয়র ব্যাংক কর্মকর্তা

ব্যাংকের অভ্যন্তরীণ নীতিনির্ধারণী কমিটি—ম্যানকম, এলকো, এসএমটি, সিআরএমসি, আরএমসি ও ইনভেস্টমেন্ট কমিটিতেও তিনি সক্রিয়। প্রতিষ্ঠালগ্ন থেকে মেঘনা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন—প্রশ্ন উঠছে, বহুমাত্রিক এই অভিজ্ঞতা ভবিষ্যৎ কৌশলগত সিদ্ধান্তে কীভাবে প্রভাব ফেলবে।

তথ্য বলছে, ১৯৯৮ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে সোনালী ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। এরপর এবি ব্যাংকে নেতৃত্বমূলক বিভিন্ন পদে কাজের অভিজ্ঞতা অর্জন করেন। ২০১৩ সালে মেঘনা ব্যাংকে যোগ দেওয়ার পর প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি ও পরিচালন দক্ষতা বৃদ্ধিতে তার ভূমিকা নিয়ে ব্যাংকের ভেতরে ইতিবাচক আলোচনা রয়েছে।


ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, এমবিএম ও ডিএআইবিবি ডিগ্রি অর্জনের পাশাপাশি তিনি সিইআরএম, সিইসিএম, সিইএএফ, সিআইবিএফপি, সিপিএসএমই, সিএসএএ ও ডিআইবি সার্টিফিকেশন সম্পন্ন করেছেন। বাফেডা, পিডিবিএল, ব্যামডাসহ বিভিন্ন সংগঠনে তার সক্রিয় অংশগ্রহণ ব্যাংকিং খাতে তার গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি করেছে—সূত্র জানায়।

প্রশিক্ষণ, সেমিনার ও পেশাগত কর্মসূচিতে আলোচক এবং রিসোর্স পারসন হিসেবে নিয়মিত অংশগ্রহণও তার পেশাগত পরিধিকে বিস্তৃত করেছে। এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (আইবিবি) নিরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।


ব্যাংকের পক্ষ থেকে এক সিনিয়র কর্মকর্তা জানান,

এএমডি হিসেবে ছাদেকুর রহমানের নতুন দায়িত্ব আমাদের ভবিষ্যৎ কৌশলগত অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।

অভিযোগ না থাকলেও, আর্থিক খাতে প্রায়ই দেখা যায়—পদোন্নতির পর ব্যাংক কর্মকর্তাদের ওপর দায়িত্ব আরও বাড়ে, সাথে বাড়ে কাজের চাপও। প্রশ্ন উঠছে, তার নতুন ভূমিকায় ব্যাংকের ডিজিটাল রূপান্তর, ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রবৃদ্ধি পরিকল্পনায় কী ধরনের নতুন দিকনির্দেশনা যুক্ত হবে।


ব্যাংকিং খাতের পরিবর্তনশীল পরিবেশে মেঘনা ব্যাংকের এই নেতৃত্ব পুনর্বিন্যাস ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। তথ্য বলছে, দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা ও বহুমাত্রিক প্রশিক্ষণের সমন্বয়ে ছাদেকুর রহমানের নতুন দায়িত্ব ব্যাংকের অগ্রযাত্রা আরও শক্তিশালী করতে পারে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ঐকমত্য কমিশন নিয়ে বিভ্রান্তিকর খবর ‘ডাহা মিথ্যা’ — প্

1

সমাজের আলোকবর্তিকা: শাহিন আহমেদ (লিটন) — নিঃস্বার্থ সেবার অন

2

বিএনপির চারজন, এনসিপি ও জামায়াতের একজন করে

3

খুলনায় রৌদ্রছায়া ফাউন্ডেশনের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ

4

আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে ,স

5

গাজীপুরে সাংবাদিক হত্যায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট

6

ঢাকা আব্দুল্লাহপুর থেকে টঙ্গী বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা

7

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে: সালাহউদ্দিন

8

শ্রীবরদীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

9

জুলাই গণঅভ্যুত্থান গণতান্ত্রিক চর্চার পথ নতুন করে খুলে দিয়েছ

10

মান্দায় ঘুষ বাণিজ্যের অভিযোগে বিদায়ী ওসি মনসুর রহমান

11

প্রশিক্ষণ শেষের দিনেই চাকরিচ্যুত ৩ ম্যাজিস্ট্রেট

12

মর্গে মরদেহ ধর্ষণ: ময়মনসিংহে লাশবাহক গ্রেপ্তার

13

পাকিস্তানের তিন নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি, পাঞ্জাবে উচ্চ

14

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

15

পূর্বাচল প্লট মামলা: তদন্তে খুরশীদের বিরুদ্ধে প্রমাণ মেলেনি

16

অপু বিশ্বাসের সাদা গোলাপ আর মিষ্টি হাসি: রহস্য এবং আবেগের মি

17

দৌলতপুরে ৩৪ শতক পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ

18

নয় মাসে ৮৩ কোটি টাকার ব্যয়—কোথায় গেল এই অর্থ?

19

হাবিপ্রবিতে ঘুষের অডিও ফাঁস

20