স্টাফ রিপোর্টার :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতি।
গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক যৌথ শোকবার্তায় সমিতির সভাপতি এম এ সালাম এবং সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম। গণতন্ত্র পুনরুদ্ধার ও সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য।
শোকবার্তায় বৃহত্তর খুলনা সমিতির নেতৃবৃন্দ বলেন, গণমানুষের অধিকার আদায়ে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর রাজনৈতিক নেতৃত্ব, দৃঢ় অবস্থান এবং ত্যাগ জাতির স্মৃতিতে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রবীণ রাজনৈতিক নেতা, দেশপ্রেমিক ও অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে হারালো অপূরণীয় ক্ষতি।
সমিতির নেতারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও তাঁর অগণিত অনুসারীর এই সমগ্র দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।