তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ নোয়াখালী-৫ বিএনপি
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর আংশিক) আসনে মনোনয়ন প্রত্যাশীরা মতপার্থক্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন।
বুধবার রাত ৯টায় ঢাকার রাজারবাগের হোটেল আশরাফিতে অনুষ্ঠিত এক বৈঠকে এ সমঝোতা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক এডভোকেট জাকারিয়া ও গোলাম হায়দার বিএসসি। এছাড়া বৈঠকে অংশ নেন নোয়াখালী-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় সহ-পল্লী বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ, ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী সাবেক এমপি হাসনা জসিম উদ্দিন মওদুদ এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ও শিল্পপতি মো. ফখরুল ইসলাম।
নেতারা বৈঠকে ঘোষণা করেন, দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সর্বাত্মকভাবে কাজ করা হবে। এ সময় তারা দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধা পুনর্ব্যক্ত করেন।