বঙ্গোপসাগরে আল আমিন মাঝি নামে একজনের জালে ২৪ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। পরে এক মৎস্য ব্যবসায়ীর কাছে মাছটি ৩৬ হাজার টাকায় বিক্রি করেন তিনি।
জেলে জানান, প্রতিদিনের মতো সকালে সাগরে জাল নিয়ে যাই জাল ফেলে অপেক্ষার পর হঠাৎ টান দিলে তিনি বুঝতে পারেন বড় কোনো মাছ আটকা পড়েছে। তাৎক্ষণিক উঠিয়ে দেখতে ২৪ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রির জন্য কুয়াকাটা মৎস্য বাজার গাজী ফিসে নিয়ে গেলে গাজী মৎস্য ব্যবসায়ী বশির গাজী ১৫০০ টাকা কেজি দরে ৩৬ হাজার টাকায় ক্রয় করেন।
মৎস্য ব্যবসায়ী মো. বশির গাজী জানান, তিনি এক হাজার ছয়শত টাকা কেজি দরে ২৪ কেজি ওজনের কোরাল মাছটি ক্রয় করে রাখেন। মাছটি দুপুরেই ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় মাছটি প্রায় ১৭০০ টাকা কেজি দরে বিক্রির আশা তার।