জয়পুরহাটে নিখোঁজের তিন দিন পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার
মো. মোয়ান্নাফ হোসেন শিমুল, জয়পুরহাট
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিখোঁজের তিন দিন পর তাসনিয়া খাতুন (১০) নামে এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বরতারা ইউনিয়নের শালবন গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত তাসনিয়া ওই গ্রামের এরশাদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সানরাইজ কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল থেকে নিখোঁজ ছিল তাসনিয়া। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে শুক্রবার রাতে প্রতিবেশী একরামুল ইসলামের বাড়ির গোয়ালঘরে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়লে একরামুল পালিয়ে যায়। তবে ক্ষুব্ধ গ্রামবাসী তার বাড়ির এক নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “গ্রামবাসীর সহযোগিতায় একরামুলের স্ত্রীসহ দুই নারীকে আটক করা হয়েছে। শিশুটির হত্যার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।”