ঘাটাইলে বিএনপির পথসভা ও গণসংযোগ
নাজমুল আদনান, টাঙ্গাইল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সদর ইউনিয়নে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ কর্মসূচি পালন করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন।
পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. এসএম ওবায়দুল হক নাসির।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, সাবেক সভাপতি শামসুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীন, সিনিয়র যুগ্ম সম্পাদক রানা কাজী, ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রন, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, পৌর যুবদলের সভাপতি সাদিক টিটু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হোসেন সৌরভ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন রনি, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রদলের সদস্য সচিব রুকন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। গণসংযোগ কর্মসূচির মাধ্যমে এ দফাগুলো তৃণমূলে পৌঁছে দেওয়া হচ্ছে।