খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় তিন মামলা, আসামি হাজারের বেশি
স্টাফ রিপোর্টার
খাগড়াছড়ির গুইমারা ও সদর উপজেলায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছে। এসব মামলায় নাম-পরিচয় অজ্ঞাতসহ হাজারেরও বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর মধ্যে দুটি মামলা গুইমারা থানায় এবং একটি মামলা খাগড়াছড়ি সদর থানায় দায়ের করা হয়।
গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, গত ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে একদল লোক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা আক্রান্ত হন। পাশাপাশি অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে ধানক্ষেত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা মামলায় শতাধিক অজ্ঞাত ব্যক্তি এবং হামলা, সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় আড়াই শ’ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে দুটি মামলা করা হয়েছে। নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করায় গুইমারা থানার এসআই সোহেল রানা বাদী হয়ে মামলা দায়ের করেন।
অন্যদিকে, খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, ২৭ সেপ্টেম্বর জেলা সদরের মহাজনপাড়া, স্বনির্ভর ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। ওই ঘটনায় অজ্ঞাত সাত থেকে আট শ’ ব্যক্তিকে আসামি করে একটি মামলা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর রাতে এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগের পর জুম্ম ছাত্র-জনতা আন্দোলনে নামে এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। তবে পরবর্তী সময়ে তিন সদস্যের চিকিৎসক দল ওই কিশোরীর শরীরে ধর্ষণের কোনো আলামত পায়নি।