শ্রীপুরে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
গাজীপুর প্রতিনিধি : বিপ্লব চৌধুরী
গাজীপুরের শ্রীপুর উপজেলার অবদা মোড় ও এমসি বাজার এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ের পশ্চিম পাশে সচেতন নাগরিক সমাজ, শিক্ষার্থী ও অভিভাবকরা এ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, প্রতিদিন হাজারো পথচারী—বিশেষ করে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা—জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, পরিস্থিতি প্রতিনিয়ত ভয়াবহ হয়ে উঠছে।
তথ্য বলছে, অবদা মোড় ও এমসি বাজার এলাকায় গত কয়েক বছরে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।
সূত্র জানায়, এই অঞ্চলে নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ সবচেয়ে বেশি।
মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবেশকর্মী সফি কামাল,সাংবাদিক মোজাহিদ,
এডভোকেট কামরুল হাসান, সচেতন নাগরিক সমাজ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক মাজহার হোসেন,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম সমন্বয়ক মাহমুদুল হাসান ইমন,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক কাইফাত মোড়ল।
মাওনা চৌরাস্তা শ্যারস এডুকেশন সেন্টারের কয়েকজন শিক্ষার্থী জানান—ফুটওভার ব্রিজ না থাকায় অনেক সহপাঠী ইতোমধ্যেই দুর্ঘটনার শিকার হয়েছেন। আমরা প্রতিদিন ভয় নিয়ে রাস্তা পার হই। দ্রুত ব্রিজ নির্মাণ করা না হলে ঝুঁকি আরও বাড়বে।
প্রশ্ন উঠছে, জাতীয় মহাসড়ক ও ব্যস্ত মোড়ে যেখানে নিয়মিত দুর্ঘটনা ঘটছে, সেখানে কেন এখনো ফুটওভার ব্রিজ নির্মাণ হয়নি?
স্থানীয় সরকার ও সড়ক বিভাগের সমন্বয়ের ঘাটতি কি এই বিলম্বের মূল কারণ?
সচেতন নাগরিক সমাজের দাবি—আধুনিক মানসম্পন্ন ফুটওভার ব্রিজ দ্রুত নির্মাণের মাধ্যমে জনদুর্ভোগ লাঘব ও দুর্ঘটনা হ্রাস সম্ভব।