সিংগাইরে র্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
গোবিন্দল এলাকায় অভিযান, দীর্ঘদিন ধরে ছিল সক্রিয়
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় র্যাব-৪ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে পৌরসভার গোবিন্দল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তির নাম বুলেট। সে গোবিন্দল এলাকার তোতা মিয়ার ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুলেটের কাছ থেকে ১৪ কেজি গাঁজা (সিদ্ধি) উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
র্যাব-৪ এর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আটক বুলেটের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেছেন, এর ফলে এলাকায় মাদক ব্যবসা অনেকটাই কমে আসবে।