কোম্পানীগঞ্জ ও কবিরহাটে অসহায়দের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘Serve For Smile’ এর উদ্যোগে শুক্রবার বিকেল ৫টায় বসুরহাট হাসপাতাল রোডের কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতালে এ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন। তিনি ৪ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার এবং ২ জন নারীকে সেলাই মেশিন প্রদান করেন।
অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সঠিক সুযোগ পেলে তারাই দেশের সম্পদে পরিণত হতে পারে। এই উদ্যোগ প্রশংসনীয় এবং এটি অন্যদেরও অসহায়দের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতালের চেয়ারম্যান সাইফুল্লাহ মনছুর, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহেদুর রহমান রাজন প্রমুখ।
সূত্র জানায়, আয়োজক সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।