সমাজসেবায় নতুন অঙ্গীকার
লায়ন্স ফাউন্ডেশনের ৪৯তম সাধারণ সভা
নিজস্ব প্রতিবেদক
সমাজ ও মানবতার কল্যাণে কাজের অঙ্গীকারকে সামনে রেখে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের (বিএলএফ) ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের ব্লু-স্কাই কনভেনশন সেন্টারে এই সভা বসে।
সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা লায়ন নেতৃবৃন্দ, সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা ও বিপুল সংখ্যক সদস্য অংশ নেন। আলোচনায় বক্তারা ফাউন্ডেশনের দীর্ঘ পথচলার সাফল্যের পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে মতামত দেন। তারা মানবকল্যাণে আধুনিক ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক নাজমুল হক (পিএমজেএফ)।
সভার এক পর্যায়ে বিশেষ মুহূর্তে প্রধান অতিথির সঙ্গে একই মঞ্চ ভাগাভাগি করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা এবং বিএলএফ-এর ৫২ জন আজীবন সদস্যের প্রতিনিধি আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান (এমজেএফ)।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সেক্রেটারি লায়ন রিপন তরফদার নিয়াম, পরিচালক মো. আবু সিদ্দিকী, সদস্য লায়ন এস এম আকাশসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের কার্যক্রম আরও প্রসারিত হবে এবং সেবামূলক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।