প্রিন্ট এর তারিখঃ Oct 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 2, 2025 ইং
গাজীপুরের টঙ্গীতে বিএনপির ৩১ দফা ভিত্তিক রাষ্ট্র কাঠামো মেরামতের প্রশিক্ষণ কর্মশালা

গাজীপুরের টঙ্গীতে বিএনপির ৩১ দফা ভিত্তিক রাষ্ট্র কাঠামো মেরামতের প্রশিক্ষণ কর্মশালা
বিপ্লব চৌধুরী, গাজীপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) বিকেলে চেরাগআলী দত্তপাড়া এলাকায় এই আয়োজন করা হয়।
টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল সভাপতিত্বে এবং সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের সাদাত হোসেন টিপু সঞ্চালনায় কর্মশালার প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রার্থী আরিফ হোসেন হাওলাদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
শাহনাজ ইসলাম, উত্তরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রিন্সিপাল
শফি উদ্দিন শফি, ৪৮ নং ওয়ার্ড নির্বাচিত কাউন্সিলার
আবু সুফিয়ান, নগর স্বাস্থ্য সেবা কেন্দ্র উপ-পরিচালক
হাসান রাসেদুল হোসেন খান, নির্বাহী সম্পাদক, দৈনিক সংবাদ প্রতিদিন
মো. অহিদুল ইসলাম, বেগম গুল বেমন আরা একাডেমি স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম
মাকসুদা মনি, সহ সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল
মাওলানা মো. আব্দুল মোমেন, গাছা থানা আহ্বায়ক, ওলামা দল
মারজুক ওয়াসিম ইফতেখার, অনলাইন এক্টিভেটর
এর পাশাপাশি উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কগণ, গাছা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তুসার খান, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিফাত রশিদ সহ আরও অনেকে।
বক্তারা তাঁদের বক্তব্যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার গুরুত্ব এবং স্থানীয় স্তরে এর বাস্তবায়নের মাধ্যমে যুবসমাজকে রাজনৈতিক, সাংগঠনিক ও দায়বদ্ধ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা আরও জানান, এই প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক সদস্যদের মধ্যে সমন্বয় ও দৃষ্টিভঙ্গি উন্নয়নে সহায়ক হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে