প্রিন্ট এর তারিখঃ Oct 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 2, 2025 ইং
ফেনীর ছাগলনাইয়ায় পূজামণ্ডপে বিজিবি মোতায়েন ও নিরাপত্তা জোরদার
ফেনীর ছাগলনাইয়ায় পূজামণ্ডপে বিজিবি মোতায়েন ও নিরাপত্তা জোরদার
ফেনী প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনীর সীমান্তবর্তী ১০২ কিলোমিটার এলাকার পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করতে ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ফেনী ছাড়াও, প্রয়োজনে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার বিজিবি নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় ভারতীয় সীমান্তবর্তী ছাগলনাইয়ায় ফেনী ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সভাপতি শংকর সাহা ও সম্পাদকসহ দর্শনার্থীদের সঙ্গে নিরাপত্তা ও কৌশলাদি নিয়ে আলোচনা করেন। তিনি দাবি করেন, “ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপন হচ্ছে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফেনী ৪ বিজিবি ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খাঁন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার।
ছাগলনাইয়া পৌরসভার শ্রী শ্রী রাধা কৃষ্ণ সেবাশ্রম পূজামণ্ডপের সভাপতি শংকর সাহা বলেন, “এ বছর সর্বোচ্চ সাপোর্ট পাচ্ছি। অন্যান্য বছরের তুলনায় এবছর আরও জাকজমকপূর্ণভাবে উদযাপন করছি।”
ছাগলনাইয়া থানার ওসি মো. আবুল বাশার জানান, “উৎসবমুখর পরিবেশে সকল ধর্মের মানুষ মিলেমিশে কাজ করছেন। সবার সম্মিলিত প্রয়াসে এ পর্যন্ত সব কিছু ভালোই চলছে। আশা করি সুন্দরভাবে প্রতিমা বিসর্জন করতে পারবো।”
উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা বলেন, “পূজামণ্ডপগুলো পরিদর্শন অব্যাহত রেখেছি। রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলেই সহযোগিতা করছেন। আশা করি সুন্দরভাবে প্রতিমা বিসর্জন কার্যক্রম সমাপ্ত করতে পারবো।”
ফেনীতে এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে উৎসবকালীন শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে