প্রিন্ট এর তারিখঃ Oct 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 2, 2025 ইং
ঘাটাইলের সংগ্রামপুরে বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন
ঘাটাইলের সংগ্রামপুরে বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন
নাজমুল আদনান, টাঙ্গাইল
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় পূজামণ্ডপ পরিদর্শন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ইউনিয়নের ফকিরচালা পূজামণ্ডপে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে বক্তব্য রাখেন সংগ্রামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন,
“বিএনপি সবসময় সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করে আমরা সেই বার্তাই ছড়িয়ে দিতে চাই।”
এ সময় তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য **এডভোকেট ওবাইদুল হক নাসিরের পক্ষ থেকে পূজা কমিটির সভাপতি মনিদ্র বর্মনের হাতে নগদ অর্থ অনুদান তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি দুলাল হোসেন খান, যুগ্ম সম্পাদক আব্দুল খালেক দেওয়ান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব সাইফুল ইসলাম যুবরাজসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, রাজনৈতিক দলগুলোর এমন উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানকে আরও দৃঢ় করবে বলে তাঁদের প্রত্যাশা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে