প্রিন্ট এর তারিখঃ Oct 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 2, 2025 ইং
কোম্পানীগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
কোম্পানীগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মর্ডান রোডের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন—ভাড়াটিয়া কুমোদ চন্দ্র নাথ (৪৩), তাঁর স্ত্রী সবিতা রানী নাথ (৩২), মেয়ে ঐর্দিকা (৮) এবং ছেলে তূর্য (৪)। এর মধ্যে ঐর্দিকার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, রান্নাঘরের গ্যাসচুলার সুইচ খোলা থাকায় পাইপলাইন থেকে গ্যাস বের হয়ে ঘরে জমে যায়। পরে ঘরের ভেতর বাতি জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের চারজন দগ্ধ হন। বিস্ফোরণের অভিঘাতে ঘরের একটি দেয়াল ভেঙে পড়ে এবং জানালার থাই গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়।
আহতদের প্রথমে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আব্দুল মালেক বলেন,
“প্রাথমিকভাবে মনে হচ্ছে রান্নার পর চুলার সুইচ বন্ধ না করায় গ্যাস লিক হয়ে ঘরে জমে যায়। পরে আগুনের সংস্পর্শে বিস্ফোরণ ঘটে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।”
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, গ্যাস লিকেজজনিত দুর্ঘটনা আগেও ঘটেছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
মানবিক প্রশ্ন এখন—দগ্ধ শিশু ঐর্দিকা ও তাঁর পরিবারের সদস্যরা কতটা নিরাপদ চিকিৎসা পাবেন, আর ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলো কতটা দায়িত্বশীল হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে